গ্রেপ্তারি এড়াতে নিজের বউভাতের অনুষ্ঠানে গরহাজির ‘জয়ন্ত-ঘনিষ্ঠ’ রাহুল
বর্তমান | ১৪ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের অনুগামী বলে পরিচিত রাহুল গুপ্তা এখনও পলাতক। গ্রেপ্তারি এড়াতে শুক্রবার নিজের বিয়ের বউভাতের অনুষ্ঠানেও সে গরহাজির ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি আড়িয়াদহে ক্লাবের ভিতরে যে যুবককে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে, তাঁকে ক্লাবে নিয়ে এসেছিল রাহুলই। ভিডিওতেও রাহুলকে পরিষ্কার দেখা গিয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়িয়াদহের এক তরুণীর সঙ্গে আগেই ‘এনগেজমেন্ট’ হয়েছিল রাহুলের। ওই দিন ছিল অনুষ্ঠান। তার মধ্যে জয়ন্ত-কাণ্ড সামনে আসাতেই বিপত্তি বাধে। বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন থাকলেও সেখানে রাহুলকেই দেখা যায়নি। পুলিস সেখান থেকেই তাকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় সে অনুষ্ঠান এড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ভিন রাজ্য থেকে আসা আত্মীয়রাও অনুষ্ঠানস্থলে এসে তড়িঘড়ি ফিরে যান। অনুষ্ঠান কার্যত ভেস্তে যায়। এদিকে, ভাইরাল ভিডিও সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির এক মুখপাত্রকে শনিবার বেলঘরিয়া থানায় ডেকে পাঠায় পুলিস। অভিযোগ, তিনি ভিডিওটি ভাইরাল করেছেন।