ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ফের কবে ভারী বৃষ্টি?
এই সময় | ১৪ জুলাই ২০২৪
বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কাটছেই না ভ্যাপসা গরম। রীতিমতো নাজেহাল শহরবাসী। রবিবার দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। কিন্তু, সোমবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে।রবিবার সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
তিলোত্তমার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।
এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত হবে না, জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য থাকার কারণে অস্বস্তি বাড়তে চলেছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টিপাত কমবে। ২৫ জুলাইয়ের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তার আগে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তি বাড়াবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টিপাত। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে কিছুটা কমতে পারে বৃষ্টিপাত। উল্লেখ্য, এই বছর উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছিল বর্ষা। চলতি বর্ষায় উত্তরবঙ্গে মৌসুমী বায়ুু সক্রিয় থাকার কারণে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গে সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিলম্ব করেছে। দক্ষিণবঙ্গে এই বর্ষায় রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি।
উল্লেখ্য, দক্ষিণের মহারাষ্ট্র থেকে উত্তর-পশ্চিমের জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়া, মহারাষ্ট্র, কেরালাতে, পূর্বাভাস রয়েছে এমনটাই।