জটিল অস্ত্রোপচারের সুবিধা জেলার হাসপাতালে, বড় উদ্যোগ কল্যাণের
এই সময় | ১৪ জুলাই ২০২৪
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বরাবরই জোর দিয়েছে রাজ্য সরকার। এবার হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হাসপাতালে চালু করা নতুন অপারেশন থিয়েটার। অত্যাধুনিক প্রযুক্তির এই অপারেশন থিয়েটারের জন্য উপকৃত হতে চলেছেন জেলার বাসিন্দারা। হুগলি জেলার শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে চালু করা হল এই নতুন অপারেশন থিয়েটার।রোগীদের উন্নত পরিষেবা প্রদান করতে উত্তরপাড়া মহামায়া হাসপাতালের মুকুটে নতুন পালক। আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার তৈরি করা হল মহামায়া সরকারি হাসপাতালে। সাংসদ তহবিলের ৪২ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার। শনিবার বিকালে প্রদীপ জ্বালিয়ে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে সরকারি হাসপাতালে মিলবে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের ব্যবস্থা। জেলার বাসিন্দাদের কাছে জরুরি অপারেশনের জন্য এতদিন ভরসা ছিল কলকাতার হাসপাতালগুলি। এবার সেই পরিষেবাই দিতে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল। চতুর্থ বারের সাংসদ হওয়ার পরে জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সাংসদ থাকাকালীন একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে উত্তরপাড়া মহামায়া হাসপাতালের জন্য। বলা চলে, একটি বেসরকারি নার্সিংহোমে যে সমস্ত সুবিধা রয়েছে তার সবই প্রস্তুত রয়েছে এই সরকারি হাসপাতালের মধ্যে। শুধু একটি বিষয়ের খামতি রয়ে গিয়েছে। এই হাসপাতালে কার্ডিওলজিস্ট-এর অভাব রয়েছে। তবে কেউ যদি এই বিষয়টি নিয়ে এগিয়ে আসেন তাহলে নতুন কার্ডিওলজিস্ট বিভাগ চালুর ব্যাপারেও অগ্রসর হওয়া যাবে বলে জানান সাংসদ। তিনি জানান, এবার থেকে হাসপাতালে স্বল্প খরচের মধ্যেই সাধারণ মানুষ অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাবেন।
উত্তরপাড়া মহামায়া হাসপাতালের উপর নির্ভরশীল জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সাংসদ জানান, এই হাসপাতালে দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচার করার কোনও ব্যবস্থা ছিল না এতদিন। সেই সমস্যা দূর হবে রোগীদের। আগামী দিনে জেলার এই হাসপাতালকে আরও উন্নত করার ব্যাপারে কাজ হবে বলেও আশ্বাস দেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, সাংসদ তহবিল থেকে এই ধরনের হাসপাতালে অস্ত্রোপচার ইউনিট তৈরি করার উদাহরণ বোধহয় খুব একটা নেই।