• দৃষ্টিহীনদের জন্য এআই-এর সাহায্য়ে তৈরি 'স্মার্ট লাঠি', চিনিয়ে দেবে টাকাও
    এই সময় | ১৪ জুলাই ২০২৪
  • দৃষ্টিহীনদের 'দৃষ্টি' হওয়ার লক্ষ্যে একটি বিশেষ লাঠি তৈরি করেছেন কয়েকজন ইঞ্জিনিয়র। সেই লাঠি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে পথে কোনও বিপদের আভাস পেলেই জানাবেন ব্যবহারী ব্যক্তিকে। শুধু তাই নয়, ক্যাব বুক থেকে শুরু করে গান এবং খবর শোনা যাবে এই লাঠির উপর ভিত্তি করেই।কয়েকজন ইঞ্জিনিয়র মিলে তৈরি করেছে একটি সংস্থা। এর আগে সংশ্লিষ্ট সংস্থা একটি র‍্যাগিং বিরোধী কিট তৈরি করেছিল। এবার এআই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করল তারা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৃষ্টিহীনদের জন্য এই লাঠি তৈরি করেছেন তাঁরা। শনিবার চন্দননগরের সংস্থার তৈরি এই বিশেষ লাঠির প্রদর্শন হয় সুভাষ পল্লিতে।

    কী ভাবে এই লাঠি দৃষ্টিহীনদের সাহায্য করবে?

    এই লাঠি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হচ্ছে, এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ পথে কোনও বিপদ রয়েছে কিনা তা চিহ্নিত করা। পাশাপাশি টাকা চেনাতেও সাহায্য করতে এই লাঠি। একইসঙ্গে কোনও দৃষ্টিহীন ব্যক্তি যদি ক্য়াব বুক করতে চান সেক্ষেত্রে তাঁকে দিশা দেখাবে এই লাঠি।

    দৃষ্টিহীনদের অনেক সময় রাস্তা পারাপার থেকে শুরু করে টাকা চেনা, সিগন্যাল বোঝার জন্য অপরের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু, এই লাঠি ব্যবহারের ফলে তাঁর নিজেরাই স্বাচ্ছন্দ্য়ে পথ চলতে পারবেন। এই 'স্মার্ট লাঠি' তৈরির অন্যতম কারিগর তথা তরুণ ইঞ্জিনিয়র অয়ন বাগ জানান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই ছড়ি তাঁরা তৈরি করেননি। দৃষ্টিহীন স্কুলগুলিতে তা বিতরণ করা হবে। কেউ যদি তাঁদের অনুকরণ করে একই ধরনের লাঠি তৈরি করতে চান সেক্ষেত্রে তাঁরা সাহায্য করবেন।

    সংস্থার অপর সদস্য ইন্দ্রনীল দাস বলেন, 'দৃষ্টিহীনদের সাহায্য করার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে আমরা এই ছড়ি তৈরি করেছি। এর মধ্যে এআই ভিশন ক্যামেরা রয়েছে। যার মাধ্যমে ডান দিক বা বাম দিকে কী রয়েছে তা সহজেই জানা সম্ভব হবে। ট্রাফিক সিগন্যালের রং কী? তাও বোঝা যাবে। পাশাপাশি ছড়িটির মধ্যে সেন্সর লাগানো রয়েছে যা ১০ মিটারের মধ্যে কোনও গর্ত থাকলে ভাইব্রেশন করবে। লাঠিটির ওজন প্রায় ১০০ গ্রাম।'

    এই লাঠিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাস। পিভিসি পাইপের লাঠিতে ব্যটারি, ক্যামেরা সার্কিট, ব্লুটুথ স্পিকার লাগানো আছে। ভয়েস কমান্ড দিয়ে ব্য়বহারকারী নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
  • Link to this news (এই সময়)