আজকাল ওয়েবডেস্ক: জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে জেতার পর সেই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় পঞ্চায়েতের সদস্যপদ গেল তৃণমূলের এক নেতার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে। জঙ্গিপুরের মহকুমা শাসক ইতিমধ্যেই রেখা খাতুন নামে ওই পঞ্চায়েত সদস্যার সদস্যপদ বাতিলের চিঠি সংশ্লিষ্ট সকল আধিকারিককে পাঠিয়ে দিয়েছেন।
বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান রোজিনা বিবি বলেন, 'দল গোটা ঘটনাটি জানে। আমরা কোনও রকম দুর্নীতিকে প্রশ্রয় দিই না। তবে ওই পঞ্চায়েত সদস্যা বেশ কিছুদিন ধরেই অফিসে আসেন না।'