• প্যারোল মঞ্জুর মাওবাদী অর্ণব দামের, সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁর কাউন্সেলিং ...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সমস্যার সমাধান। সোমবারই ভর্তির জন্য মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে যাওয়া হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এর জন্য অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন রাজ্য কারা দপ্তরের এডিজি। একইসঙ্গে পিএইচডি করার জন্য অর্ণবকে স্থানান্তরিত করা করা হল বর্ধমান সংশোধনাগারে। 

    রবিবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন এখবর। 

    বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পিএইচডি করার জন্য এর আগে যখন অর্ণবের ভর্তি নিয়ে সমস্যা হচ্ছিল তখন কুণাল নিজে উদ্যোগী হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য আবেদন করেন। সিদ্ধান্ত হয় অর্ণবকে পাঠানো হবে বর্ধমান সংশোধনাগারে। যেহেতু পিএইডি কোর্সের কিছু বিষয় অফলাইনে করতে হয় সেজন্যই তাঁকে বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নেয় কারা দপ্তর। সেখানকার সংশোধনাগার থেকেই অর্ণবকে নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। 

    পিএইচডি'র প্রবেশিকা পরীক্ষার জন্য গত ২৬ জুন অর্ণবকে হুগলি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিল রাজ্য কারা দপ্তর। পরীক্ষার অর্ণব প্রথম হন। ৯ জুলাই ছিল কাউন্সেলিং-এর নির্ধারিত দিন। কিন্তু ৮ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন অনিবার্য কারণে এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। রাজ্য কারা দপ্তরের কাছে বিশ্ববিদ্যালয় পিএইচডি করার সময় অর্ণবের নিরাপত্তাসহ আরও কয়েকটি বিষয় জানতে চান। 

    কিন্তু ইতিমধ্যেই অর্ণবের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার জন্য রাজ্য জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মানবাধিকার সংগঠন এপিডিআর-সহ বিভিন্ন ছাত্র সংগঠন অর্ণবের পাশে দাঁড়িয়ে তাঁর ভর্তির স্বপক্ষে জোরদার আওয়াজ তোলেন। নিজে অর্ণব সংশোধনাগারে পরপর দু'দিন অনশনে বসেন। নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। তাঁরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেন অর্ণবের পিএইচডি করা নিয়ে তাঁদের দিক থেকে কোনও আপত্তি নেই এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অর্ণবের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলিও জানিয়ে দেন।‌ 

    ফলে খুলে যায় জট। জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ অর্ণবের কাউন্সেলিং হবে।
  • Link to this news (আজকাল)