আজকাল ওয়েবডেস্ক: সমস্যার সমাধান। সোমবারই ভর্তির জন্য মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে যাওয়া হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এর জন্য অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন রাজ্য কারা দপ্তরের এডিজি। একইসঙ্গে পিএইচডি করার জন্য অর্ণবকে স্থানান্তরিত করা করা হল বর্ধমান সংশোধনাগারে।
ফলে খুলে যায় জট। জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ অর্ণবের কাউন্সেলিং হবে।