• টিউবওয়েলে মরণফাঁদ! স্নান করতে যাওয়াই হল কাল, ব্যায়াম সেরে ঘরে ফেরা হল না হুগলির যুবকের...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: চলছিল পুলিশের চাকরির পরীক্ষার প্রস্তুতি। সকাল থেকে শরীরচর্চা করার পর স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।

    আকাশের বন্ধু বুঝতে পেরেই রাস্তা থেকে টোটো ডেকে আনেন। এক কৃষি শ্রমিক তখন জমিতে কাজ করছিলেন।তাঁর সাহায্যে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকাশকে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের। আকাশের বাবা লক্ষ্মী নারায়ণ সিং পেশায় দিনমজুর। বাড়ির বড় ছেলে ছিলেন আকাশ। তাঁর এক ভাই এক বোন রয়েছে। সংসারের হাল ধরতে একটা চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ মিলিটারিতে সুযোগ পাওয়ার জন্য রোজ দৌড়াদৌড়ি প্র্যাকটিস করতেন। তাঁর সেই দৌড় এভাবে থেমে যাওয়ায় শোকস্তব্ধ প্রতিবেশী বন্ধুরা। তাঁদের অভিযোগ চুঁচুড়ায় যত মাঠ সব ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ায় দৌড়নোর মাঠ পাওয়া যায় না। তাই বন্ধুদের সঙ্গে ফার্মে দৌড়তে যেতেন আকাশ। দৌড় শেষে স্নান করে বাড়ি ফিরতেন। কিন্তু এদিন আর বাড়ি ফেরেননি।
  • Link to this news (আজকাল)