বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নানে নেমে আর ফিরল না নাবালক! ৮ বছরের ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার...
আজকাল | ১৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল বছর আটেকের এক নাবালকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখান্দিয়ার ঘাটে। মৃত নাবালক আজিজ শেখের পাশাপশি ইকবাল নামে আরও এক নাবালককে জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে আজিজ, ইকবাল, ইবরান এবং ইমরান নামে চার বন্ধু বাড়িতে কিছু না জানিয়ে একসঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। বর্ষা চলার কারণে গঙ্গার জলস্তর বেড়ে গিয়ে নদীর আশেপাশের বেশ কিছু গর্ত ডুবেছিল জলে।
সেই গর্তের গভীরতা বুঝতে না পেরেই চার বন্ধু জলে নামে। হঠাৎই গর্তের মধ্যে তলিয়ে যায় আজিজ এবং ইকবাল। কিছু বুঝতে না পেরে চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের ডেকে আনে বাকি বন্ধুরা। কিছুক্ষণের মধ্যেই আজিজ এবং ইকবালকে সংজ্ঞাহীন অবস্থায় জল থেকে উদ্ধার করা হয়। ভর্তি করানো হয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আজিজকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর l, ইবরান শেখ নামে এলাকার আর এক নাবালক এখনও নিখোঁজ। কিন্তু সে আদৌ নদীতে নেমেছিল কিনা নাকি অন্য কোনো কারণে নিখোঁজ তা এখনও জানতে পারেনি স্থানীয় বাসিন্দারা।