• ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : ডুয়ার্সের চা বাগানে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ। রবিবার ভোরে ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি স্ত্রী চিতাবাঘ।

    উল্লেখ্য ডুয়ার্সের চা বাগানগুলিতে কমবেশি চিতাবাঘের উপদ্রব মাঝেমধ্যেই লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চাবাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল। আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। স্থানীয়দের দাবীতে বনকর্মীরা কয়েক দিন আগে বাতাবাড়ি চা বাগানের ৫ বি সেকসনে খাঁচা পাতে।

    এদিন ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ। খবর ছড়াতেই ভিড় জমায় প্রচুর মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা। বন কর্মীরা খাঁচা বন্দি চিতাবাঘটিকে নিয়ে গেলে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয় চা বাগানের শ্রমিকরা। উদ্ধার হয় চিতাবাঘটি স্ত্রী চিতাবাঘ বলে জানা গেছে এবং সুস্থ থাকায় সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)