• কাশী বোস লেনের রাস্তা খুঁড়তেই মহিলার পচাগলা দেহ উদ্ধার
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খাস উত্তর কলকাতায় রাস্তা খুঁড়তেই উদ্ধার এক মহিলার পচাগলা দেহ। শনিবার দুপুর পৌনে চারটে নাগাদ বিধান সরণির কাশী বোস লেনের রাস্তার নীচ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। কীভাবে মৃত্যু, রাস্তার নীচে কারা মহিলার দেহ পুঁতে রেখেছেন, তা ঘিরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। রহস্যময় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। গায়ে আঘাতের কোনও চিহ্ন নেই। মৃতার নাম বা পরিচয় এখনও কিছু জানা যায়নি। দেহটি বেশি পুরনোও নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে।
  • Link to this news (আজকাল)