• চিকিৎসা করাতে লাগবে ১০ হাজার টাকা! সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের রমরমা
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: সরকারি হাসপাতালে নিখরচে চিকিৎসা পাওয়া যায়। অথচ কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করাতে গেলেই নাকি দিতে হবে ১০ হাজার টাকা। ওই হাসপাতালে দালাল চক্রের রমরমা বলেই অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। চিকিৎসার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে দালাল চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করেছে কামারহাটি থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চলছে দালাল চক্র। মাঝে দালাল চক্রের রমরমা কিছুটা বন্ধ ছিল। বর্তমানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দালাল চক্র। রোগীদের চিকিৎসা করানোর নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে দালাল চক্রের পাণ্ডারা। রোগীর পরিবারের লোকজনেরা একের পর এক দালাল চক্রের পাণ্ডাদের নামে অভিযোগ দায়ের করে কামরহাটি থানায়।

    ওই অভিযোগের ভিত্তিতে হাসপাতালে হানা দেয় পুলিশ। আর সেই সময় হাতেনাতে গ্রেপ্তার হয় দালাল চক্রের পাণ্ডা নাদিম আহমেদ। রোগীর হাত থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয় নাদিম। অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। আরও অনেকে এই দালাল চক্রের সঙ্গে যুক্ত বলেই অনুমান পুলিশের। কামারহাটি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)