• কাশী বোস লেনে রাস্তার নিচে উদ্ধার হওয়া মৃতা শ্যামপুকুরের বাসিন্দা! আর কী জানা গেল?...
    আজকাল | ১৫ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার প্রাণকেন্দ্র, উত্তর কলকাতায় রাস্তার নিচে আচমকা শনিবার উদ্ধার হয় এক মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও তখন মহিলার পরিচয় জানা যায়নি। রবিবার জানা গেল ওই মহিলার নাম, ঠিকানা।

    উল্লেখ্য, শনিবার বিকেল পৌনে চারটে নাগাদ কাশী বোস লেনে উদ্ধার হয় মহিলার দেহ। রাস্তা খোঁড়ার কাজ চলছিল সেখানে। শনিবার কাজ শুরু হওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশের উপস্থিতিতে আরও বেশকিছুটা রাস্তা খোঁড়ার কাজ হওয়ার পরেই, দেহ উদ্ধার হয়। শনিবারই জানা গিয়েছিল, দেহ বেশি দিনের পুরনো নয়। রবিবার মহিলার পরিচয় জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)