হাই কোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু, সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা ...
আজকাল | ১৫ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্ট দুই সপ্তাহ আগেই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতি পেতেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অসীম সরকার, কৌস্তভ বাগচীরা।
ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের নিয়ে জুনের শেষেই রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। যা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শেষমেশ রাজভবন চত্বরে শুভেন্দুদের ধর্নার অনুমতি দেয় রাজ্য সরকার। তারপরেও দিনক্ষণ নিয়ে সমস্যা চলছিলই। পরপর দুই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান, রথযাত্রা থাকায় কর্মসূচি করতে রাজি হয়নি বিজেপি। ১৪ জুলাইয়ের কথা আদালতে জানান রাজ্যের আইনজীবী। এরপরই শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট।