শান্তিপুরে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু দুই পথচারীর
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রবিবার সাত সকালে শান্তিপুরের চটকাতলা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সুরজিৎ ঘোষ(৫২) ও সুভাষ বসাক(৫১)। সুরজিৎবাবুর বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায়। এদিন সকালে তিনি কৃষ্ণনগরের বাজারে ঘি পৌঁছে দেওয়ার জন্য বাস ধরার অপেক্ষায় ফুলিয়া বাসস্টপে দাঁড়িয়েছিলেন। তাঁর সামনেই মর্নিংওয়াক করছিলেন ফুলিয়া চটকাতলার বাসিন্দা সুভাষবাবু। হঠাৎই কৃষ্ণনগরগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানায় খবর দেন। পুলিস এসে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিস মর্গে পাঠায়। ঘাতক পিকআপভ্যানটির খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে ওই এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ক্রমেই মৃত্যুফাঁদ হয়ে ওঠা চটকাতলা মোড়ে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চালু করা ও সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি তুলছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তরুণ সরকার বলেন, অস্থায়ীভাবে এখানে একটি বাসস্টপ রয়েছে। সেখানেই দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কোনও হেলদোল নেই।