• মূল্যবৃদ্ধির জের, মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দিতে হিমসিম জেলার একাধিক স্কুল
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মোদি জমানায় মূল্যবৃদ্ধির জেরে পড়ুয়াদের মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দিতে হিমসিম খাচ্ছে নদীয়া জেলার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। সব্জি থেকে শুরু করে রান্নার উপকরণ-সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়ার জন্য মাথাপিছু বরাদ্দ ৫ টাকা ৪৫ পয়সা। মূল্যবৃদ্ধির বাজারে ওই টাকায় খাবারের ব্যবস্থা করা মুশকিল হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকার প্রাথমিক স্কুলে এই সমস্যা প্রকট হয়েছে। স্কুল কর্তৃপক্ষ কোনওরকমে টাকা জোগাড় করে মিড-ডে মিল চালাচ্ছে। ফলে খাবারের গুণগত মান খারাপ হচ্ছে। বহু এলাকায় পড়ুয়ারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে বলে শিক্ষামহল জানিয়েছে।


    সম্প্রতি গ্রামীণ এলাকায় রকেটের গতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। সেই রিপোর্ট কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছে। কেন্দ্রের ওই রিপোর্টে বলা হয়েছে, গত তিন মাসে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যবৃদ্ধির হার বেশি। সব্জি, ডাল, আটা, দুধ, হলুদ, মাছ, জামাকাপড়-সবকিছুর অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই মূল্যবৃদ্ধির জ্বালায় অনেক প্রাথমিকের খুদে পড়ুয়া পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। নদীয়ার গ্রামীণ এলাকায় এটা বেশি দেখা যাচ্ছে।


    শিক্ষকমহলের দাবি, জেলার বহু স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এর নীচে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সেই সমস্ত স্কুলে মিড-ডে মিল চালাতে খুব অসুবিধা হচ্ছে। কারণ এসব স্কুলে প্রায় সমস্ত পড়ুয়া মিড-ডে মিল খায়। ফলে কোনও স্কুলে ৩০জন পড়ুয়া থাকলে, একদিনের মিড-ডে মিলের জন্য মাত্র ১৬০ টাকা মিলছে। এই স্বল্প টাকায় মূল্যবৃদ্ধির বাজারে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা দুষ্কর হয়ে পড়ছে। কারণ এখন আলুর দামই কেজি প্রতি ৩০-৩২ টাকা। পটলের দাম কিলো প্রতি ২৫ টাকা। আরও সব্জি, সয়াবিন সহ নানা খাদ্যসামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে। নদীয়ায় ডিমের দাম সাত-আট টাকা। 


    বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, আমার স্কুলে ২৫জন পড়ুয়া রয়েছে। মাথাপিছু বরাদ্দ এতটাই কম যে, খাবার কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। যেভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে মিড-ডে মিল চালানোর সমস্যা বাড়বে।
  • Link to this news (বর্তমান)