সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুর ব্লকে ফের সিপিএম ও বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রবিবার এই ব্লকের বেকো পঞ্চায়েতের সিপিএম সদস্য ভূতনাথ চৌধুরী ও বিজেপির আগরডি-চিত্রা মণ্ডলের সহ-সভানেত্রী ভারতী হাঁসদা সহ ৪০টি পরিবার তৃণমূলে যোগদান করে। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ও রাজ্য সম্পাদক স্বপন বেলথরিয়া কাশীপুরে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন। বেকো পঞ্চায়েতে ১৯টি আসন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৪টি, বিজেপি ও সিপিএম দু’টি করে এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হন। এদিন সিপিএমের এক সদস্য যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে ১৫টি হল। স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের কাজ করে চলেছেন, তাতে সবাই তৃণমূলে শামিল হতে চাইছে। মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। যোগদানকারীরা জানান, এলাকায় উন্নয়নের ধারা আনতে তৃণমূলে যোগদান করেছেন। সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, তৃণমূলের একটাই নীতি, সবাইকে নিজেদের দলে যোগদান করানো। ভূতনাথবাবু জনগণের সঙ্গে বেইমানি করলেন। কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, যোগদানের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।