নলহাটির গ্রামে পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, রামপুরহাট: একদিন নিখোঁজ থাকার পর পুকুরের জল থেকে এক যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নলহাটির সরধা গ্রামে। পুলিস জানিয়েছে, পেশায় লরির চালক মৃত ওই যুবকের নাম জামসেদ আলি (৩২)। বাড়ি সরধা লাগোয়া খিদিরপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে গ্রামবাসীদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন সরধা গ্রামের একটি পুকুর পাড়ে কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন ওই যুবক। এরপরই ওই পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিসও আসে। অবশেষে বিকেলে নাগাদ পাশে থাকা আরেকটি পুকুরে যুবকের দেহ ভাসতে দেখেন তাঁরা। মৃতের দাদা চাঁদ মহম্মদ বলেন, চারজন মিলে ওই পুকুরের পাড়ে বসে মদ খাচ্ছিল। মদের আসরে কোনও বচসার জেরে ভাইকে মেরে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, পুকুরের জলে ডুবে মারা গেলে পেট ফুলে থাকত। এক্ষেত্রে তা ছিল না। যদিও এই নিয়ে থানায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিস। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে তাঁরা। যদিও পরিবারের সদস্যরা জানান, সৎকার কাজ শেষ হয়ে যাওয়ার পরই তাঁরা থানায় অভিযোগ জানাবেন।