• ঘাটালে পুকুরে স্নান করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই তুতো ভাই-বোনের। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শানু ঘোড়ই(১২) ও অস্মিতা ঘোড়ই(১১)। রবিবার দুপুরে ঘাটাল থানার খড়কপুরের ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শানু ষষ্ঠ শ্রেণিতে ও অস্মিতা পঞ্চম শ্রেণিতে পড়ে। এদিন স্কুল বন্ধ থাকায় দুই খুড়তুতো জেঠতুতো ভাই-বোন ঠাকুমার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায়। ঠাকুমা দশরী ঘোড়ই বলেন, ওদের স্নান করানোর পর পুকুর থেকে তুলে দিই।  তারপর ওরা আবার নামার চেষ্টা করে। বকুনি দিয়ে ওদের দু’জনের মাকে ডাকতে যাই। পুকুর পাড়ে ফিরে ওদের আর দেখতে পাইনি। তখনই সন্দেহ হয়। স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর দু’জনকে পুকুরের জল থেকে উদ্ধার করা হয়। তাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওদের মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)