কোতুলপুরে সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে আলু বিক্রির জন্য স্টল চালু
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, বিষ্ণুপুর: সুফল বাংলার স্টল নেই। কোতুলপুরে সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে আলু বিক্রির জন্য স্টল চালু করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সমিতির তরফে কোতুলপুরের নেতাজি মোড়ে রবিবার থেকে তা চালু করা হয়েছে। খুচরো বাজারের চেয়ে দামে কিছুটা সস্তা হওয়ায় ক্রেতাদের সেখানে লাইন পড়ছে। সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, রোজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই স্টল চালু থাকবে। তার মধ্যে যতজনই ক্রেতা আসুন না কেন কাউকে ফেরানো হবে না। তবে জন পিছু দু’কেজি করে আলু বিক্রি করা হবে।
সংগঠনের কোতুলপুর ইউনিটের সম্পাদক বিভাস দে বলেন, খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধিতে অনেক ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের উপর দোষ চাপানো হচ্ছে। কিন্তু, বর্তমানে আমরা হিমঘর থেকে ২৫টাকা কেজি দরে আলু বিক্রি করছি। হিমঘর থেকে বাইরে বেরনোর পর দাম বৃদ্ধির উপর আমাদের কোনও হাত নেই। সেটা বোঝাতেই আমরা নিজেরা কিছু পরিবহণ খরচ ধরে সরকার নির্ধারিত ২৮টাকা কেজি দরে আলু বিক্রির জন্য স্টল খুলেছি। আমাদের এখানে সুফল বাংলার স্টল নেই। সেই জন্য আমরা নিজেরাই সংগঠনের তরফে ওই উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে গোটা জেলায় কমপক্ষে ২০টি স্টল খোলার পরিকল্পনা রয়েছে।
ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, আলু তোলার মরশুমে বাঁকুড়া জেলায় ৪২টি হিমঘরে ১কোটি ২৪লক্ষ ২৪হাজার বস্তা আলু মজুত করা হয়। তার মধ্যে এখনও পর্যন্ত ৩৫ শতাংশ আলু বেরিয়েছে। তাই প্রতিটি হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে। কোনও ঘাটতি নেই। হিমঘর থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তা সত্ত্বেও অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সকলেরই উদ্বেগ তৈরি হয়েছে। খুচরো বাজারে তা ৩৫ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো বাজারে হানা দেওয়ার পর দাম কিছুটা কমেছে। একই সঙ্গে সুফল বাংলা স্টলে ২৮টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু, যে সব এলাকায় সুফল বাংলার স্টল নেই সেখানে ফড়েরাজ অব্যাহত রয়েছে। সেই জন্য আলু ব্যবসায়ীদের তরফে কোতুলপুরে রবিবার থেকে ন্যায্য মূল্যে স্টল খোলা হয়েছে।
বিভাসবাবু বলেন, স্টলে তিন ধরনের আলু রাখা হয়েছে। ভালো আলু ২৮ টাকা, মাঝারি আলু ২০টাকা, ছোট আলু ১৫টাকা এবং ফাটা আলু ১০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। খুচরো বাজারে দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের স্টল চালু থাকবে।