• বিজেপিতে ভাঙন, দুই পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: রায়গঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের জয়ের পরই বিজেপিতে ভাঙন ইটাহারে। বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এক পঞ্চায়েত সমিতির প্রার্থী যোগদান করলেন তৃণমূলে। রবিবার দুপুরে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁরা যোগদান করেন। এদিন ইটাহার ব্লকের দুর্গাপুর অঞ্চলের বেকিডাঙার পঞ্চায়েত সদস্যা ভবানী মণ্ডল বিশ্বাস, তাঁর স্বামী অশোক বিশ্বাস, রাজগ্রাম সংসদের পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষ, গত পঞ্চায়েত নির্বাচনে হাঁসুয়া এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী পপি বর্মন সহ তাঁর স্বামী স্বাধীন বর্মন শতাধিক অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগদান করেন। ২৭টি আসন বিশিষ্ট দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ১৫ টি আসন। বিজেপির ছিল ১২ টি। এদিন দলবদলের পর তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেড়ে দাঁড়াল ১৭ টি। ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাসের উপস্থিতিতে এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন বিজেপির পঞ্চায়েত সদস্যদের দলে স্বাগত জানান। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।রাজ্য সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপির বর্তমান পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করলেন বলে দাবি বিধায়কের। দলত্যাগী পঞ্চায়েত সদস্য মনোজের দাবি, বিজেপিতে থেকে এলাকার মানুষের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। জেলা বিজেপি সম্পাদক গোকুল মণ্ডল জানান, বিজেপির জনপ্রতিনিধিদের ভয় ও লোভ দেখিয়ে যোগদান করাচ্ছে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)