তিনদিন নিখোঁজ থাকার পর জাম্পই নদীতে মিলল যুবকের দেহ, চাঞ্চল্য
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, ফালাকাটা: রবিবার দুপুরে ফালাকাটা শহরের জাম্পই নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরের ১১ নম্বর ওয়ার্ডের গোপনগরে। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায় (৩৫)। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। টোটো চালাতেন। মৃতের খুড়তুতো দাদা তপন চট্টোপাধ্যায় জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ টোটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বিশ্বনাথ। সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সকলে মিলে ওর খোঁজখবর শুরু করি। শেষে ফালাকাটা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করেন ওর স্ত্রী মিনা চট্টোপাধ্যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যায় ফালাকাটার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় টোটোটি আমরা পাই। পুলিস টোটো উদ্ধার করে। তবে টোটো মিললেও বিশ্বনাথকে পাওয়া যাচ্ছিল না। এদিন ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয় জাম্পই নদীতে। আমাদের মনে হচ্ছে, ওকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
ফালাকাটা থানার আইসি শমিত তালুকদার বলেন, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।