• ময়নাগুড়ি-ধাপড়া রুটে লাভের মুখ দেখতে পারছে না এনবিএসটিসি
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি থেকে ধাপড়া রুটে বাস চলাচল শুরু করেও লাভের মুখ দেখছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। ময়নাগুড়ি থেকে ৪৫ কিমি দূর ধাপরা একবার চলাচলে নিগমের ৩৩০০ টাকার ডিজেল খরচ হচ্ছে। অথচ আয় হচ্ছে মাত্র ২৮০০ থেকে ২৯০০ টাকা। ফলে ক্ষতি নিয়েই এই রুটে বাস চালাতে হচ্ছে নিগমকে। ময়নাগুড়ি ডিপোর ইনচার্জ ঋষিকেশ বর্মন বলেন, আমরা ধাপড়া রুটে বাস চালু করলাম। ক্ষতির মধ্যে দিয়েই বাসটি চলছে। তবে সংস্থার দাবি, বাসটি ধাপরা হয়ে শিলিগুড়ি অবধি চলাচল করলে প্রচুর যাত্রী পাওয়া যাবে। এতে মুনাফা হবে নিগমের। 


    ময়নাগুড়ি ডিপোর তথ্য অনুযায়ী, সাতবছর ধরে ময়নাগুড়ি ডিপো থেকে ধাপড়া রুটের বাস চলাচল বন্ধ ছিল। সাধারণ মানুষের দাবি মেনে কয়েকমাস আগে ফের এই রুটে বাস চালানো শুরু করে নিগম। কিন্তু, চালকদের অভিযোগ, দুর্গাবাড়ি মোড় সংলগ্ন স্ট্যান্ডে বেসরকারি বাস চালকরা নিগমের বাসকে দাঁড়াতে দেন না। সেখানে বাস নিয়ে ১ মিনিট দাঁড়ালেই বেসরকারি বাস কর্মীরা নানা কটুকথা বলেন। নিগমের চালককে অপদস্থ করেন। সরকারি বাসে যাত্রীদেরও উঠতে দেওয়া হয় না। সে কারণেই সেভাবে যাত্রী পাওয়া যাচ্ছে না। সামান্য যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা হচ্ছে এই বাস। ফলে লাভ তো দূর, লোকসানে চলছে বাসটি। অভিযোগের জবাবে দুর্গাবাড়ি মোড় বেসরকারি বাস সংগঠনের সম্পাদক পিন্টু চন্দ বলেন, কারও সঙ্গে আমরা দুর্ব্যবহার করিনি। এই অভিযোগ ভিত্তিহীন। দুর্গাবাড়ি স্ট্যান্ডে সব বাস আসে। সময়মতো বেরিয়েও যায়। নিগমের বাসকর্মীরা কেন অভিযোগ তুলছেন, বুঝতে পারছি না। সমস্যা মেটাতে নিগম কর্তৃপক্ষ এই বাসের সময় পরিবর্তন করতে চাইছে। পাশাপাশি ময়নাগুড়ি থেকে ধাপড়া হয়ে শিলিগুড়ি অবধি চললে যাত্রী বেশি হবে। এবং তাতে মুনাফাও হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।


    ডিপোর অফিস ডিউটি সুবীর দাস বলেন, এখন এই বাসটি সকাল ৮টা৩০ মিনিটে ময়নাগুড়ি ডিপো থেকে রওনা হচ্ছে। পৌনে এগারোটায় ধাপড়ায় পৌঁছচ্ছে। মাঝপথে স্ট্যান্ডে গাড়ি আমাদের বাস দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। কী করে বাসটি মুনাফা করা যায় তা নিয়ে আলোচনা চলছে।
  • Link to this news (বর্তমান)