সংবাদদাতা, চোপড়া: শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরার জাল পাতা হয়েছিল। রবিবার সকালে বাবার সঙ্গে দু’ভাই গিয়েছিল সেই জাল তুলতে। আর সেই জাল তুলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাপোখর এলাকার। মৃত কিশোরের নাম রৌশন আলি (১৩)। তার বাড়ি লক্ষ্মীপুরে। চোখের সামনে ছেলেকে তলিয়ে যেতে দেখল নিরুপায় বাবা মহম্মদ সাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সাকিবের অস্ত্রোপচার হয়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাই দুই ছেলে রৌশন ও মানিককে নিয়ে বাড়ির পাশে একটি কালভার্টের নীচে জাল তুলতে যান সাকিব। তিনি পুকুরের পাড়ে উপরেই ছিলেন।
রৌশন ও মানিক জলে নামতেই তলিয়ে যায়। মানিক সাঁতরে নদীর পাড়ে উঠে এলেও রৌশন পারেনি। ছেলেকে তলিয়ে যেতে দেখে নিরুপায় বাবা চিত্কার শুরু করে দেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা উদ্ধার কাজে নামলেও প্রায় দু’ঘণ্টা পর রৌশনের দেহ উদ্ধার হয়।
মৃত কিশোরের কাকা মহম্মদ রাজেক বলেন, শনিবার সন্ধ্যায় কালভার্টের পাশে জাল পাতা হয়েছিল মাছ ধরার জন্য। এদিন সকালে আমার ছোট ভাই তার দুই ছেলেকে নিয়ে জাল তুলতে যায়। ভাইয়ের শারীরিক অসুস্থতার জন্য ছেলেরা জলে নামে। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিস। উদ্ধার কাজের জন্য ডুবুরিকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়। জল থেকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বাবা সাকিব। মৃতের ছোট ভাই মানিক বলে, দাদা যখন জলে তলিয়ে যাচ্ছিল, তখন আমি তড়িঘড়ি উপরে উঠে আসি। আমি বেঁচে গেলেও দাদা আর থাকল না।