• দেওয়ানগঞ্জ বাজারের রাস্তায় বর্জ্যের পাহাড়, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ির দেওয়ানগঞ্জ পঞ্চায়েতের  দেওয়ানগঞ্জ বাজার থেকে সিঞ্জারহাট যাওয়ার রাস্তায় বাজারের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। কিন্তু, দেওয়ানগঞ্জ বাজারের ওই এলাকা আবর্জনা ফেলার জায়গা নয়। তারপরও সাধারণ মানুষ ও একশ্রেণির ব্যবসায়ী নিয়মিত আবর্জনা ফেলায় পরিবেশ দূষণ হচ্ছে। আশেপাশে রয়েছে ফাস্টফুডের দোকান। আবর্জনা ফেলায় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। ফলে এখান থেকে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিচ্ছে।  বর্জ্যে বৃষ্টির জল পড়ে দুর্গন্ধ বেশি হচ্ছে বলে অভিযোগ পথচলতি মানুষ থেকে ব্যবসায়ী মহলের। 


    স্থানীয় ব্যবসায়ী রাজীব রবিদাস জানান, জায়গাটি একবছর আগে দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতি শেষবার পরিষ্কার করেছিল।। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, একবছর ধরে পরিষ্কার হয়নি জায়গাটি। এই জায়গা সাফাই না করার ফলে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিলম্বে জায়গাটি পরিষ্কার করার জন্য দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয় সমাজকর্মী গৌরাঙ্গ বিশ্বাস বলেন, রাস্তার পাশে এভাবে আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকে-মুখে রুমাল চেপে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত যেন আবর্জনা পরিষ্কার করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবে ফেলা হয়, আমরা প্রশাসনের কাছে সেই আর্জি রাখব। দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক ঋতম রায়ের বক্তব্য, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েছি। তারা আবর্জনার স্তূপ পরিষ্কার করার আশ্বাস দিয়েছে। দেওয়ানগঞ্জ পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বলেন, পঞ্চায়েতের তরফে দ্রুত সেখান থেকে আবর্জনার স্তূপ পরিষ্কার করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবে নিয়ে যাওয়া হবে।
  • Link to this news (বর্তমান)