নকশা না বদলালে ফ্লাইওভারের কাজ নয়, হুঁশিয়ারি বাসিন্দাদের
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাটিগাড়ায় এলিভেটেড ফ্লাইওভার বনাম ব্লক ফ্লাইওভারের দ্বৈরথ অব্যাহত। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্লক ফ্লাইওভার তৈরির সিদ্ধান্তে অনড়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলিভেটেড ফ্লাইওভারের। সেই মতো নকশা বদল না হওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের স্পষ্ট কথা, মাটিগাড়ার বাসিন্দারা এলিভেটেড ফ্লাইওভারের পক্ষে। তাই ব্লক ফাইওভারের নকশা বদল না হওয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং ফ্লাইওভার নির্মাণের কাজ বন্ধ থাকবে। প্রয়োজনে আরও বড় আন্দোলন করবেন মাটিগাড়বাসী। সোমবার সকাল ১১টায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন মাটিগাড়া জনগণের স্বার্থরক্ষা কমিটির সদস্যরা। ব্লক ফাইওভারের নকশা বদলের দাবি জানাবেন তাঁরা।
বৃহস্পতিবার সকাল থেকেই বালাসন সেতু থেকে পরিবহণ নগর পর্যন্ত ব্লক ফ্লাইওভার নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে মাটিগাড়ার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ী মহল। ফলে ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ থমকে গিয়েছে। তবে বালাসন নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহকারী বাস্তুকার দীপ সাহা বলেন, এলাকার মানুষের দাবি এলিভেটেড ফ্লাইওভার। আমরা বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবিকে সম্মতি জানিয়েছেন মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। মাটিগাড়াবাসীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গাদকড়িকে চিঠিও লিখেছেন তিনি। আনন্দময় বলেন, মাটিগাড়ার জনসাধারণের দাবি আমার দাবি। মানুষের দাবিকে সম্মান জানিয়ে আমি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। সেখানে মানুষের দাবির কথা তুলে ধরা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই এলিভেটেড প্রজেক্টে ভোল বদলে যাবে মাটিগাড়া থেকে শালুগাড়া পেরিয়ে সেভক মিলিটারি স্টেশন পর্যন্ত। যানজট সমস্যা সমাধানে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু, ব্লক ওভার হলে মাটিগাড়া কার্যত দু’ভাগে ভাগ হয়ে যাবে। প্রভাব পড়বে ব্যবসায়। হাজার হাজার লোক মাটিগাড়ায় যাতায়াতে সমস্যায় পড়বেন। এটা বুঝতে পেরেই ফ্লাইওভারের নকশা বদলের দাবিতে দু’মাস ধরে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা। এতদিন শান্তিপূর্ণভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তাঁরা। কিন্তু কাজ এলাকার বাসিন্দাদের দাবিকে আমল না দিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল সড়ক কর্তৃপক্ষ। এতেই বিপদ দেখে আন্দোলনের তেজ বাড়িয়ে দেন স্থানীয়রা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা ঘোষ মাটিগাড়ার বাসিন্দা। তিনি বলেন, সাধারণ মানুষ বাঁচার তাগিদে এই কাজ বন্ধ রেখেছ। আমরা জনসাধারণের সঙ্গে আছি। জনসাধাণের উপর আমাদের আস্থা রয়েছ। এলাকার মানুষ চাইছে এলিভেটেড ফ্লাইওভার। কিন্তু, সড়ক কর্তৃপক্ষ তৈরি করছে ব্লক ফ্লাইওভার। যা হলে মাটিগাড়ার বাসিন্দারা সমস্যায় পড়বেন। আমারা চাই, এলিভেটেড ফ্লাইওভার হোক। সেই দাবি মানা না হলে কাজ বন্ধ থাকবে।