• বালুরঘাটে বাংলাদেশীদের ফ্ল্যাট কিনতে সাহায্য করছে দালালরা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: আধার, প্যানকার্ড জালিয়াতির চক্র ফের সক্রিয় বালুরঘাটে। কড়ি ফেললেই ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশের নাগরিকদের বালুরঘাট শহরে ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দিচ্ছে দালাল চক্রের লোকজন। 


    সূত্রের খবর, বালুরঘাট শহরে প্রায় পঞ্চাশটি ফ্ল্যাট রয়েছে বাংলাদেশের নাগরিকদের দখলে। বিষয়টি নিয়ে খোদ জেলা রেজিস্ট্রি দপ্তরের আধিকারিকরা চিন্তিত। এই চক্রকে রুখতে রেজিস্ট্রির সময় ভোটার কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে।


    শহরে ফ্ল্যাট কিনতে হলে আধার ও প্যান কার্ড থাকতে হবে। সেক্ষেত্রে ভোটার আইডি-র কোনও প্রয়োজন থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে দালালদের ধরে মোটা টাকার বিনিময়ে আধার কার্ডের পর প্যান বানিয়ে নিচ্ছে বাংলাদেশের নাগরিকরা। প্রোমোটারদের একাংশ বাংলাদেশের ক্রেতাদের কাছে অনেক বেশি দামে ফ্ল্যাট বিক্রি করে বেশি মুনাফা কামাচ্ছে বলে অভিযোগ।


    জেলা রেজিস্ট্রি অফিসে ঘুঘুর বাসা বলে পরিচিত। সেখানেও চলছে দালালদের খেলা। তাদের হাতে আধার এবং প্যান কার্ড দিলে বাংলাদেশে থেকেই ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। সম্প্রতি এমন একটি ঘটনার অভিযোগ জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। তারপর রেজিস্ট্রির সময় দু’পক্ষকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 


    জেলা রেজিস্ট্রার রাজনি কিরো বলেন, বাংলাদেশের এক নাগরিকের বিরুদ্ধে এপারে জমি কেনার অভিযোগ হয়েছে। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রি করার ক্ষেত্রে আগে প্যান ও আধার কার্ড লাগত। এখন ভোটার কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে। 


    কীভাবে চলছে এই চক্র? দালালদের ২০-৩০ হাজার টাকা দিলে ভুয়ো তথ্য দিয়ে অনায়াসে মিলে যায় আধার ও প্যান কার্ড। বাংলাদেশের নাগরিকরা সেই সুযোগ কাজে লাগিয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে থাকতে শুরু করছে। এখন আবার বাড়ি মালিকানা নেওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। সূত্রের খবর,  ফ্ল্যাট কিনতে বাংলাদেশের নাগরিকরা প্রথমে দালালদের সঙ্গে যোগাযোগ করছে। দালালরা স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েতের কাগজ জাল করে প্রথমে ভুয়ো ঠিকানা দিয়ে আধার কার্ড বানিয়ে দিচ্ছে। সেই আধার দিয়ে প্যান কার্ড বানাতে পারলেই কাজ হাসিল ।
  • Link to this news (বর্তমান)