• ধানের বীজ উত্পাদনে কর্মশালা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: এবার স্থানীয়ভাবে নানা ধরনের ধানের বীজ উৎপাদন হবে। এই লক্ষ্যে রবিবার চাষিদের নিয়ে কর্মশালা হল মেখলিগঞ্জে। উপস্থিত ছিলেন আইসিএআর-ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ড. মৃদুল চক্রবর্তী এবং ড. প্রকাশচন্দ্র জেনা। তপশিলি জাতিভুক্ত চাষিদের উন্নয়নের জন্য একটি প্রকল্প চালাচ্ছে আইসিএআর। কোচবিহার জেলায় তপশিলি জাতি, উপজাতিভুক্তদের সংখ্যা বেশি। তাই এই জেলায় এবারের কর্মশালার আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে বীজ উৎপাদনের সক্ষমতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। চাষিদের পক্ষে সবসময় সরকারিভাবে বা বেসরকারিভাবে বেশি টাকায় বীজ কেনা সম্ভব হয় না। তাই বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। বন্যা হলে ধানের যাতে ক্ষতি না হয়, তাই এই বীজ বিতরণ। এদিন চাষিদের ১২ রকমের বীজ দেওয়া হয়েছে। সেই বীজ স্থানীয়ভাবে উৎপাদন করে চাষিরা লাভবান হবে বলে আশা বিজ্ঞানীদের। পিছিয়ে পড়া তপশিলি চাষিদের বিনামূল্যে বীজ দিয়ে আর্থিকভাবে স্বনির্ভর করতে সাহায্য করাই উদ্দেশ্য বলে জানান ড. মৃদুল চক্রবর্তী। কর্মশালায় অংশ নেওয়া এক চাষি প্রকাশ বর্মন বলেন, এটা দারুন উদ্যোগ। এতে চাষিরা উপকৃত হবেন।
  • Link to this news (বর্তমান)