সংবাদদাতা, আলিপুরদুয়ার: পার্শ্ববর্তী জলদাপাড়া জঙ্গলের হাতির তাণ্ডবে অতিষ্ঠ মাদারিহাট ব্লক। কখনও এককভাবে, আবার কখনও যৌথভাবে হামলা চালাচ্ছে হাতি। বর্ষার মরশুমে হাতির আতঙ্কে কার্যত সিঁটিয়ে বাসিন্দারা। রবিবার সকালেও মাদারিহাট ব্লকের পূর্ব মাদারিহাটের খড়িয়াপাড়ায় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পুলিস উদ্ধার করে। হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে বনদপ্তর নিশ্চিত করেছে। হাতিটি এতটাই হিংস্র ছিল যে যুবকের পা ছিঁড়ে নিয়েছিল। এনিয়ে গত আড়াই মাসে মাদারিহাট ব্লকে হাতির হামলায় মৃত্যু হল পাঁচজনের।
বনদপ্তর জানিয়েছে, মৃতের নাম মানিক দেবনাথ (৩৭)। পেশায় দিনমজুর ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে খড়িয়াপাড়ায় একটি হাতি ঘুরে বেড়াতে দেখেছিলেন গ্রামবাসীরা। মানিক দেবনাথ সন্ধ্যায় এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। গল্পগুজব করে রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ির দিকে রওনা দেন। কিন্তু, ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
এরপর রবিবার সকাল ৯টা নাগাদ বাড়ির পাশে সুপারি বাগানে মানিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস। পরে আসে বনদপ্তর। মৃতের একটি পা হাতি ছিঁড়ে ফেলেছিল। ঘটলাস্থলে হাতির পায়ের একাধিক ছাপ দেখতে পান বনকর্মীরা। আর তা দেখেই তাঁরা নিশ্চিত হন হাতির হামলায় যুবকের মৃত্যু হয়েছে। এদিকে, ছেলের মৃত্যুতে মা পুষ্প দেবনাথ ভেঙে পড়েন। কথা বলার মতো পরিস্থিতিতে নেই তিনি।