মৃতদেহ উদ্ধার
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, করণদিঘি: আমগাছের ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার সকালে ঘটনাটি ঘটে করণদিঘি থানার ভিখনপুর গ্ৰামে। মৃতের নাম কাস্টু ওরাওঁ (৬৪)। স্থানীয় বাসিন্দা রাজেন ওরাওঁ জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই কাস্টু শারিরীক অসুস্থতায় ভুগছিল। সেই কষ্ট সহ্য করতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে। করণদিঘি থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাটিয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Link to this news (বর্তমান)