নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবৈধভাবে মদ বিক্রি, বেপরোয়া গাড়ি চালনো সহ বিভিন্ন কারণে ১৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। রবিবার সন্ধ্যার পর বিশেষ অভিযান শুরু হয়। তাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, শহরের কয়েকটি জায়গায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু হয়। বেপরোয়াভাবে গাড়ি চালনোর বিরুদ্ধেও অভিযান চলে। হেলমেট ছাড়া বাইক, স্কুটার চালানো, ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়েছে। ১৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।