সংবাদদাতা, তপন: তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেহুর গ্রাম থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হচ্ছে। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হচ্ছে। রবিবার বিকেলে ওই কিশোরীকে নিজের বাড়িতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিস। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।