• একুশের পর সব উপ নির্বাচনেই গোহারা বিজেপি, তৃণমূলের এবার লক্ষ্য ছয়ে ছয়
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’—২০২১ সালের এই স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন উজাড় করে দিয়েছিলেন তামাম বাংলার মানুষ। সেই ধারা বজায় ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও। ‘বাংলা বিরোধীদের বিসর্জন’ স্লোগানে গলা মেলান রাজ্যের মানুষ। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ২৯টিতে। তাৎপর্যপূর্ণ এটাই, ২০২১ সালের পর থেকে বিজেপির পরাজয় যেন থামছেই না। সেইসময় থেকে আজ পর্যন্ত কোনও বিধানসভা উপ নির্বাচনে জয়ী হতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ওঠা বাংলার মানুষের গর্জনকে পুঁজি করেই আসন্ন ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ঝাঁপাতে চলেছে জোড়াফুল ব্রিগেড। এবার টার্গেট ৬-এ ৬।


    শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তাতে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে জয়ী হয়েছে তৃণমূল। এর আগে বরানগর, ভগোবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হয়েছিল। তাতেও দু’টি আসনে জয় পায় জোড়াফুল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের যে সমস্ত বিধানসভা আসনে উপ নির্বাচন হয়েছে, তার একটিতেও পদ্ম ফোটেনি। ভবানীপুর, শান্তিপুর, খড়দহ, দিনহাটা, গোসাবা, ধূপগুড়ি প্রভৃতি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়েছিল। সেখানেও বিজেপি জয়ী হতে পারেনি। তাৎপর্যপূর্ণ হল, ২০২৩ সালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়েছিল। সেখানে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়ী হয়েছিলেন। কিন্তু বিজেপির প্রতি সাগরদিঘির মানুষ সমর্থন জানান। পরে অবশ্য সাগরদিঘি কেন্দ্রের জয়ী বায়রন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূল শিবিরে শামিল হন। ফলে ভোটের ফলাফলে এটা বারবার সামনে আসছে, বিধানসভা ভিত্তিক উপ নির্বাচনে ধরাশায়ী হচ্ছে বিজেপি। এখানেই রাজনীতির কারবারিরা মনে করছেন, বিধানসভা উপ নির্বাচনের মধ্যে দিয়ে সেই এলাকার মানুষ তৃণমূলের প্রতি আস্থা জ্ঞাপন করছেন এই কারণে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ধারা বজায় থাকে।


    সামনেই আরও ছয় বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মূলত যে বিধায়করা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচন হয়েছেন, তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হবে। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, হাড়োয়া ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মনে করা হচ্ছে দিন কয়েকের মধ্যে এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। ভোটের দিন জানানো হলেই ছয় কেন্দ্রেই জয়ী হতে কোমর বেঁধে ভোটে নামার প্রস্তুতি শুরু করে রাজ্যের শাসক দল। ছয় কেন্দ্রের মধ্যে ৫টি তৃণমূলের দখলে ছিল ২০২১ সালের ভোটে। একমাত্র মাদারিহাট কেন্দ্রে বিজেপি জিতেছিল। কিন্তু তৃণমূল বলছে, উত্তরবঙ্গে এর আগে ধূপগুড়ির উপ নির্বাচনে জোড়াফুল ফুটেছিল। ফলে মাদারিহাট কেন্দ্রেও জয় আসা অসম্ভব নয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির পরাজয় হয়েই চলেছে, আর তৃণমূলের বিধায়ক সংখ্যা বাড়ছে। আসন্ন বিধানসভা উপ নির্বাচনে আমাদের টার্গেট ৬-এ ৬। 


    এবারের চার কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনের নজরদারিতে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি দলীয় নেতৃত্বকে ভোটের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। তবে এবারের উপ নির্বাচনে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে নজরদারির ভূমিকায় পাওয়া যায়নি। আগামী দিনে আইপ্যাকের ভূমিকা নিয়েও দলের অন্দরে বিস্তর চর্চা চলছে।
  • Link to this news (বর্তমান)