শ্রীকান্ত পড়্যা, তমলুক: প্রজেক্ট তৈরির নামে লোহালক্কড় দিয়ে বন্দুক বানিয়ে স্কুলে হাজির হল এক ছাত্র। আর তা নিয়ে শোরগোল পড়ল স্কুলে। শনিবার পাঁশকুড়া থানার মাইসোরা পঞ্চায়েতের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে এই ঘটনা ঘটে। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্র ইউটিউব দেখে বন্দুক তৈরির কৌশল শেখে। তারপর বিভিন্ন যন্ত্রাংশ জোগাড় করে অবিকল বন্দুকের মতো ডিভাইস বানিয়ে ফেলে। শনিবার সে বইপত্র, খাতা-পেন ও জলের বোতলের সঙ্গে ওই ডিভাইস ব্যাগে ভরে স্কুলে যায়। তারপর নিজেই ভৌত বিজ্ঞানের শিক্ষককে জানায়, চমকে দেওয়ার মতো মডেল বানিয়েছে সে। ব্যাগ থেকে মডেল বের করা মাত্র শিক্ষকের ভিরমি খাওয়ার অবস্থা হয়।
স্কুলের মধ্যে বিতর্কিত ওই ডিভাইস দেখে হুলস্থূল পড়ে যায়। কোনও খারাপ লোকের হাতে তা পড়লে বিপদ ঘটতে পারে। তাই স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নেন, বিষয়টি থানায় জানানো হবে। সেইমতো পাঁশকুড়া থানায় ফোন করে স্কুলের ছাত্রের ওই কীর্তির কথা জানানো হয়। খবর পেয়ে স্কুলে পুলিসের গাড়ি পৌঁছে যায়। এরপর লোহা দিয়ে বানানো যন্ত্রটি বাজেয়াপ্ত করে। দীর্ঘক্ষণ ধরে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোথা থেকে সে যন্ত্রাংশ পেয়েছে, কীভাবে বন্দুক বানানো শিখল, এসব প্রশ্ন করা হয়।
পুলিসি জেরায় ওই ছাত্র জানায়, ইউটিউব দেখে সে ওই ডিভাইস বানিয়েছে। ভবিষ্যতে দেশের সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে দেওয়াই তার লক্ষ্য। সেজন্য এখন থেকেই কৌশল রপ্ত করছে। পদার্থবিদ্যা নিয়ে আগামী দিনে পড়াশোনা করতে চায় সে। এক পুলিস অফিসার ওই ছাত্রকে জানায়, এভাবে ইচ্ছা হলেই বন্দুক বানানো যায় না। এধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। দেশের সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ভাবনা মাথা থেকে সরানো উচিত।
মাইসোরা গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের কীর্তি গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। এর আগে পাঁশকুড়া থানার ঘোষপুরে এক যুবক ইউটিউব দেখে শক্তিশালী ডিটোনেটর বানিয়ে হইচই ফেলে দিয়েছিল। জেলা পুলিস সেই ডিটোনেটর বাজেয়াপ্ত করেছিল। এধরনের কাজকর্ম ভবিষ্যতে করলে অস্ত্র আইনে কী কী সাজা হয়, সেবিষয়ে অবগত করা হচ্ছে।
এনিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অলোক পাত্র বলেন, স্কুল এবং বাড়িতে এখন আর নীতিশিক্ষা সেভাবে দেওয়া হয় না। কোনটা করা উচিত এবং কোনটা উচিত নয়, এটা ছেলেমেয়েদের আর ঠিকমতো বোঝানো হচ্ছে না। বরং তারা চোখের সামনে যেটা দেখছে, সেটাকেই গ্রহণ করছে। টিভি খুললে খুন, হামলা, অস্ত্র নিয়ে হানাহানি দেখতে অভ্যস্ত আজকের প্রজন্ম। তাই তাদের কাছে বন্দুক বানানোটা অস্বাভাবিক নয়। এটা সমাজের কাছে হতাশাজনক। পাঁশকুড়া থানার পুলিস জানিয়েছে, ওই ছাত্র লোহালক্কড় দিয়ে ডিভাইস বানানোর চেষ্টা করেছিল। সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে।