• পাকিস্তান থেকে ঢুকছে জালনোট
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, মানকর: পাকিস্তানে তৈরি হচ্ছে ভারতীয় ৫০০ টাকা ও ২০০ টাকার জালনোট। আর সেই জালনোট নেপাল ও বাংলাদেশ হয়ে আসছে মুর্শিদাবাদে। সেখান থেকে চলে আসছে কাঁকসায়। তারপর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশায় ছড়িয়ে পড়ছে এই ফেক কারেন্সি। শনিবার রাতে কাঁকসা থেকে এক জালনোট পাচারকারী ফিরোজ আলম শেখকে  গ্রেপ্তার করে এমনই তথ্য পেয়েছে রাজ্য এসটিএফ। আলমের বাড়ি মালদার কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায়। তার কাঝে উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ কমবেশি ৫ লক্ষ টাকা। সেগুলি সরবরাহ করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় সে। তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)