• বিজ্ঞাপনে আর হিংসা বরদাস্ত নয় বাংলায়, নয়া নীতি আনছে রাজ্য
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে হিংসার ঘটনা এড়াতে সাম্প্রদায়িক উস্কানি এবং প্ররোচনায় পা না-দেওয়ার আর্জি আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞাপনেও হিংসায় প্ররোচনা বরদাস্ত করবে না রাজ্য। একেবারে পৃথক নীতি এনেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। 


    নাগরিকত্ব আইন থেকে শুরু করে নানা ইস্যুতে রাজ্যে হিংসা ছড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। সেগুলি সামলাতে মাঠে নামতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীকেই। যারা হিংসায় প্ররোচনা দেবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারই নির্দেশ তিনি দিয়েছেন পুলিসকে। হালফিল হিংসার ঘটনায় প্ররোচনা দিতে ব্যবহার করা হয় মূলত সোশ্যাল মিডিয়াকে। এমনকী, বিজ্ঞাপনের মাধ্যমেও যাতে এই ধরনের অবাঞ্ছিত কাজ না-হয়, সেই বিষয়েও বিশেষভাবে সতর্ক রাজ্য। আর সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যের এক কর্তা। 


    সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটির নির্দেশে সাইনেজ, হোর্ডিং  অ্যান্ড আউটডোর অ্যাডভারটাইজমেন্ট পলিসি আনছে রাজ্য। অনেক ক্ষেত্রেই রাস্তার উপর বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ট্রাফিক সিগন্যাল ঢেকে যায়। কখনও-বা বিজ্ঞাপনের জাঁকালো আলোতেও চোখ ধাঁধিয়ে যায় গাড়ি চালকের। পরিণামে বড়সড় দুর্ঘটনাও ঘটে চলেছে। এই সমস্ত ঘটনা এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই নীতি আনছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই সিদ্ধান্ত কার্যকর হবে রাজ্যের সমস্ত পুর এলাকায়।  


    সম্প্রতি, এই নয়া নীতির খসড়া পাঠানো হয়েছে পুলিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে। এই ব্যাপারে সাধারণ মানুষের মতামত চেয়ে তা দপ্তরের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। এই বিষয়ে কারও ফের কোনও মতামত থাকলে ১৯ জুলাইয়ের মধ্যেই তা জানানোর আর্জি জানানো হয়েছে। সমস্ত কাজ মিটিয়ে শীঘ্রই এই নীতি কার্যকর করা হবে। 


    এর আগে পুর এলাকাগুলির জন্য বিজ্ঞাপন সংক্রান্ত কোনও লিখিত নির্দেশিকা ছিল না বলেই জানিয়েছেন এক আধিকারিক। এই নীতির বলে এবার থেকে পুলিস এবং পুর প্রশাসন যৌথভাবে বেআইনি বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। টেন্ডার থেকে শুরু করে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি, সব ক্ষেত্রেই সুনির্দিষ্ট নিয়মে কাজ করতে হবে পুরসভাগুলিকে। কোন কোন ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া যাবে না তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে এই নীতির খসড়ায়। মোট ১৬টি ক্ষেত্রে বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ বলে ধরা হয়েছে খসড়া নীতিতে। ওই তালিকায় থাকছে হিংসায় প্ররোচনা দেয় এমন বিজ্ঞাপন, মহিলাদের জন্য অসম্মানজনক, পশুর প্রতি নিষ্ঠুরতা, প্রভৃতি স্পর্শকাতর বিষয়গুলি। ইতিমধ্যেই কলকাতা বাদে প্রতিটি পুরসভাকে এই খসড়া নীতির কপি পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার জন্য পৃথক বিজ্ঞাপন নীতি তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্যের এক আধিকারিক।
  • Link to this news (বর্তমান)