• আজ খুঁটিপুজোর মধ্যে দিয়ে ২১ জুলাই সমাবেশের মঞ্চ বাঁধতে চলেছে তৃণমূল
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ও বিধানসভা উপ নির্বাচনের জয় সাফল্যকে সামনে রেখে এবার ২১ জুলাইয়ের সমাবেশ অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল। এই মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক বার্তা উঠে আসবে বলেই মত জোড়াফুল শিবিরের নেতাদের। তার আগে আজ, সোমবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাচ্ছে।


    প্রতিবছর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে থাকে দলের নেতা-কর্মী-সমর্থকদের। গোটা রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে। খোলা মঞ্চ থেকে দলের কর্মসূচি, নেতা-কর্মীদের প্রতি নির্দেশ জানান দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ২১ জুলাইয়ের সমাবেশের রাজনৈতিক গুরুত্ব হল, লোকসভা নির্বাচনের সাফল্যের একমাস পরেই বৃহৎ কর্মসূচি হতে চলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে চারটি বিধানসভা উপ নির্বাচনে জয়। ফলে সব মিলিয়ে দলের এই সাফল্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মা-মাটি-মানুষকে উৎসর্গ করতে চায় তৃণমূল।


    আজ, সোমবার খুঁটিপুজো করে ২১ জুলাই সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে। মূল মঞ্চে ৫৫০-৬০০ মতো আসনের ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন, শহিদ পরিবারের মানুষজন, সাংসদ, বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের আসন থাকবে। পাশের মঞ্চে বসবেন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা। কোন মঞ্চে কারা বসবেন, তার তালিকা তৈরি করা হচ্ছে। ২১ জুলাই সমাবেশের যাবতীয় আয়োজনের মুখ্য ভূমিকায় রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ইতিমধ্যেই তিনি দলের নেতাদের সঙ্গে বারকয়েক বৈঠক করে ফেলেছেন। সল্টলেক, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ রাজ্যের কয়েকটি জায়গায় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রবিবার ২১ জুলাই পড়েছে। শুক্রবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তৃণমূল কর্মীরা কলকাতায় চলে আসবেন। 


    তবে লোকসভার ভোট পর্ব মেটার পর এখনও পর্যন্ত ভোট কুশলী সংস্থা আইপ্যাককে ‘সক্রিয় ভূমিকায়’ দেখা যাচ্ছে না বলে দলের অভ্যন্তরে চর্চা চলছে। ফলে একুশে জুলাই সমাবেশের আয়োজনে এবারে আইপ্যাককে কতটা পাওয়া যাবে, তা নিয়ে তৃণমূলের নেতাদের মধ্যেই সংশয় রয়েছে। তাছাড়া চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও আইপ্যাককে সক্রিয় থাকতে দেখা যায়নি। আইপ্যাকের একটি সূত্রে খবর, আপাতত তাদের কাজের চাপ সেইভাবে নেই। ভোটের ফলাফলের রিভিউ করছে তারা। 


     
  • Link to this news (বর্তমান)