• খড়দহে গাড়িতে ধাক্কা ট্রেনের
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহ রেলগেটে ভয়ঙ্কর রেল দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেল দু’টি গাড়ি। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, একদিকের রেলগেট দিয়ে ঢুকে যাওয়া দুটি গাড়ি বের হওয়ার আগেই উল্টোদিকের গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস একটি গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে ট্রেন আসার আগে গাড়ি থেকে চালক ও যাত্রীর নেমে যাওয়ায় বড় বিপদ হয়নি। প্রত্যক্ষদর্শীরা গেটম্যানের বিরুদ্ধে সরব হলেও রেলের তরফে তা অস্বীকার করা হয়েছে। রেলের দাবি জোর করে রেলগেট ঠেলে ঢুকে গিয়েছিল গাড়ি। তাই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আটটা ৪০ মিনিট নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহ স্টেশন ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছিল। ওই সময় পাশের রেল গেট দিয়ে তখনও সকলে যাতায়াত করছে। রহড়াগামী একটি স্করপিও গাড়ি ও অপর একটি চার চাকা গাড়ি বিটি রোডের দিকের খোলা রেলগেট দিয়ে ঢুকে যায়। ওই গাড়ি দুটি রহড়ার দিকের রেলগেট দিয়ে বের হওয়ার প্রাক মুহূর্তে রেলগেট বন্ধ করে দেওয়া হয়। ওই সময় উল্টো দিকের লাইনে লোকাল ট্রেনের যাত্রী ও সাধারণ মানুষ চিৎকার করলেও কোনও হুঁশ ফেরেনি। ধাক্কা লাগার ঘটনা বুঝতে পেরে চালক ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। শেষপর্যন্ত রাত ৯টা ০২ মিনিট নাগাদ ট্রেনটি ফের শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়। রেলের তরফে এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)