• বহিরাগত হকার উচ্ছেদের দাবিতে বাংলা পক্ষের মিছিল
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি দখল উচ্ছেদ প্রসঙ্গে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই রবিবার বিকেলে হাজরা থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করল ‘বাংলা পক্ষ’। মিছিলে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত হন। ছিলেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।


    ঠিক কোন কোন দাবিতে তাঁরা এই মিছিল করেন? গর্গবাবু বলেন, ‘বাইরের রাজ্য থেকে আসা লোকজন বা বহিরাগতদের বাংলার ফুটপাতে বসতে দেওয়া যাবে না। যাঁরা বর্তমানে বাইরের রাজ্য থেকে বাংলায় এসে হকারি করছেন, তাঁদের চিহ্নিত করে উচ্ছেদ করতে হবে। আর যেসব ভূমিপুত্রকে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে, আমরা তাঁদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।’ গর্গবাবু আরও বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার উপরে অন্যান্য রাজ্যের বোঝা বাড়ছে। আমরা বলছি, কাদের জন্য বাড়ছে? এই বহিরাগতদের জন্যই। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন চাই।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)