• পলতায় রাস্তার ধারে জঞ্জালের পাহাড়, ডাম্পিং গ্রাউন্ডের জমির খোঁজে উত্তর বারাকপুর পুরসভা
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের পুরনো আদালতের সামনে দিয়ে পলতার দিকে যাওয়া রাস্তার ধারে জমেছে জঞ্জালের পাহাড়। সেখানে গোরু চড়ছে, নোংরা ঘাটাঘাটি করছে কুকুর, শিয়াল। উল্টোদিকে বায়ুসেনার ঘাঁটি। আগে পিছে সর্বত্রই জনবসতি। নাকে রুমাল দিয়ে ওই রাস্তা পার হতে হয় সকলকে। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় এভাবেই জঞ্জাল ডাই হয়ে পড়ে আছে। এদিকে, উত্তর বারাকপুর পুরসভা জঞ্জাল ফেলার জন্য হন্যে হয়ে জমি খুঁজছে। জমির অভাবের জন্য জঞ্জাল না ফেলতে পারায় এই অবস্থা বলে উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ নিজেই স্বীকার করেছেন।


    এই পুরসভা আগে গারুলিয়া পুরসভার সঙ্গে জঞ্জাল ব্যবস্থাপনা প্রকল্প করত। সেখানে সার উৎপন্ন হতো। এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। ফলে জঞ্জাল ফেলার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা অনেকটা পানিহাটি পুরসভার মতো। সেখানেও ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য রামচন্দ্রপুরে জঞ্জাল ফেলা হতো। দুর্গন্ধে টিকতে না পেরে সেখানকার বাসিন্দারা  অবরোধ, আন্দোলন শুরু করেন। পলতায় এখনও তা শুরু হয়নি। তবে দুর্বিষহ পরিস্থিতি সেখানে। শুধু জঞ্জাল পড়ে থাকা নয়, তার পাশেই রয়েছে জঞ্জাল আনা-নেওয়ার গাড়ি। গোটা রাস্তায় ছড়িয়ে রয়েছে আবর্জনা। 


    পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, আমরা জমির খোঁজ করছি। কিন্তু প্রয়োজন মতো জমি পাচ্ছি না। পাশে আবাসন দপ্তরের অধীনে মেকানাইজড ব্রিক ফ্যাক্টরি রয়েছে। তা বেশ কিছুদিন ধরেই বন্ধ। সেখান থেকে পাঁচ একর জমি পেলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট করতে চায় পুরসভা। চেয়ারম্যান বলেন, আমরা জমি চেয়ে চিঠি লিখেছি। এখনও কোনও উত্তর পাইনি। পুরদপ্তরকেও জমির জন্য চিঠি লেখা হয়েছে। কল্যাণী হাইওয়ের ধারে আমরা জমিও দেখছি। আমরা জমি কিনে সেখানে জঞ্জাল থেকে সার উৎপন্ন করার প্রকল্প নেব। যতদিন তা না হচ্ছে, সমস্যা তো হচ্ছেই। আগে গারুলিয়ার সঙ্গে একসঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ছিল। সেটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই সমস্যা দেখা দিয়েছে। তবে ডাম্পিং গ্রাউন্ড না পাওয়া গেলে সমস্যা মিটবে না।
  • Link to this news (বর্তমান)