• নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার সমুদ্রে
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নিখোঁজ এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করলেন উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা। মৃতের নাম মোহন মাঝি (৫৫)। বাড়ি কুলপি থানার হাঁড়ার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ডায়মন্ডহারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে প্রায় ১৪ জন মৎস্যজীবী বাবা লোকনাথ নামে ট্রলারে চড়ে মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। ১১ জুলাই তাঁরা জম্বুদ্বীপ থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলছিলেন। তখন হঠাৎই মোহন ট্রলার থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান। তখন সমুদ্র উত্তাল ছিল। মোহনকে আর খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের ট্রলারের মৎস্যজীবীরাও দীর্ঘ সময় মোহনের খোঁজে সমুদ্রে তল্লাশি চালান। কিন্তু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা মৎস্যজীবী সংগঠনকে বিষয়টি জানান।


    এবিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, মৎস্যজীবী নিখোঁজের খবর শুনেই উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়। উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলযান ওই মৎস্যজীবীর খোঁজে দীর্ঘ সময় সমুদ্রে তল্লাশি চালায়। অবশেষে শনিবার জম্বুদ্বীপ ও ফ্রেজারগঞ্জ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে মোহনের দেহ ভাসতে দেখা যায়। উপকূলরক্ষী বাহিনী ওই মৃতদেহ উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে আসে। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)