• গড়িয়াহাটে রাস্তার ধারের কার্ভ চ্যানেলে বসবে বিজ্ঞাপনী ফ্রেম
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়াহাটে হকার স্টলের পিছনে বিজ্ঞাপন লাগানোর ফ্রেম বা কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ সরকারি নানা প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১০টি এমন কাঠামো তৈরি হয়েছে। প্রতিটি কাঠামোর দু’পাশে লাইটও লাগানো হয়েছে। কিন্তু, বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর জন্য টানা যে ফ্রেম তৈরি করা হয়েছে, সেগুলি রাস্তার ধারের ‘কার্ভ চ্যানেল’ ধরে বানানো হচ্ছে। ওই জায়গা দিয়ে মূলত রাস্তার উপরের জল পাস করে। ফলে ‘কার্ভ চ্যানেল’ ক্ষতিগ্রস্ত করে কেন এই ধরনের কাঠামো তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, পরিকল্পনা ছিল, হকার স্টলগুলির পিছনের অংশ ঢেকে দেওয়া হবে যাতে বৃষ্টির জলের ছাঁট না ঢোকে। কিন্তু যেভাবে বানানো হয়েছে, তাতে হকার স্টলের সঙ্গে এই ফ্রেমের মধ্যে যথেষ্ট ফাঁক থেকে যাচ্ছে। ফলে, বৃষ্টিতে জল ঢুকতে বাধ্য। যদিও, কলকাতা পুরসভার বক্তব্য, সবটা পরখ করে সকলের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।


    গড়িয়াহাটে নয়া হকার স্টল তৈরি হলেও বর্তমানে সেগুলির পিছনে রাস্তার দিকে প্লাস্টিক কিংবা কাপড় টাঙিয়ে ঢেকে বেচাকেনা চলছে। সম্প্রতি হকার নিয়ে বৈঠকে এ বিষয়ে নিয়ে অসন্তোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ‘দৃশ্যদূষণ’ রুখতে তিনি পরিকল্পনা করতে বলেছিলেন। সেইমতো ইতিমধ্যেই গড়িয়াহাটের একটা অংশে রেলিংয়র মতো করে সেই ফ্রেম লাগানো হয়েছে। কিন্তু, সেই স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামো বসানোর স্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত বর্ষার সময় রাস্তার উপরের জল ঢালু কার্ভ  চ্যানেলের ওপর দিয়ে পাস করে গালিপিটে পড়ে। কিন্তু, সেই কার্ভ চ্যানেলের বিভিন্ন অংশেই রেলিংয়ের মতো এই ফ্রেম বসানো হয়েছে। ফলে, কার্ভ চ্যানেল ক্ষতিগ্রস্ত হলে জল পাস করতে সমস্যা হওয়ার কথা। দোকানদারদার জানাচ্ছেন, গড়িয়াহাটে এমনিতেই একটু বেশি বৃষ্টি হলে জল জমে। তার মধ্যে কার্ভ চ্যানেল গিয়ে জল পাস করতে সমস্যা হলে আরও দুর্ভোগ বাড়বে। পাশাপাশি, তাঁদের বক্তব্য, যে কাঠামো তৈরি হয়েছে, তাতে স্টলের পিছন দিয়ে বৃষ্টির জল ঢুকতে পারে। এমন আলাদা ফ্রেম না করে স্টেলের পিছনের দিকটা ঢেকে দিলেই হতো। 


    এই বিষয়ে পুরসভার বিজ্ঞাপন বিভাগের এক অফিসার বলেন, গোটাটাই পাইলট প্রকল্প। বৃষ্টির জল ঢুকছে কি না সেটাও যেমন দেখা হবে, তেমনি কার্ভ চ্যানেলে কোনও সমস্যা হচ্ছে কি না, সেটাও বিবেচ্য। সব খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
  • Link to this news (বর্তমান)