• থানায় জঙ্গল সাফ করলেন খোদ বারুইপুর পুলিস জেলার সুপার
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে জঙ্গল সাফ করার অভিযানে নামলেন খোদ বারুইপুর পুলিস জেলার সুপার। রবিবার বারুইপুর থানায় গিয়ে একেবারে কাটারি হাতে কাজে নেমে পড়েন পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিস সুপাররা এবং থানার আইসি। এসেছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস। থানার আশপাশে থাকা জঙ্গল পরিষ্কারের পাশাপাশি দীর্ঘদিন পড়ে থাকা বাইক, গাড়ি সরিয়ে দেওয়া হয়। রীতিমত জেসিবি মেশিন এনে কাজে লাগানো হয়। পরে পুলিস সুপার বলেন, এলাকা পরিষ্কার-পরিছন্ন রাখা খুবই দরকার। থানা চত্বরে কোথাও জল যাতে না জমে। জঙ্গল আগাছা ভরে না থাকে সেইদিকে নজর দিতে হবে। তাই এই অভিযান। জেলার প্রতি থানায় এমন কাজ করা হবে।
  • Link to this news (বর্তমান)