ডিআরডিওর ফ্লাইট ট্রায়াল, ৬ দিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা
বর্তমান | ১৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) উদ্যোগে ফ্লাইট ট্রায়াল হবে উপকূলবর্তী এলাকায়। তার জেরে ছ’দিন দক্ষিণ ২৪ পরগনার উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। আগামী ১৭ থেকে ১৯ এবং ২৪ থেকে ২৬ জুলাই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়কালের মধ্যে ওই ফ্লাইং ট্রায়াল হবে বলে জানানো হয়েছে। আচমকা এমন নির্দেশিকায় বেজায় চটেছেন মৎস্যজীবীরা। তাঁদের যুক্তি, এখন ইলিশ মাছ ধরার ভরা মরশুম। তার মধ্যেই ছ’দিন মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা মানে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে। যখন মাছ ধরার ব্যান পিরিয়ড চলছিল তখন কেন এই কাজ করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা।
দু’মাসের ‘ব্যান পিরিয়ড’ শেষে গত ১৫ জুন শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার মরশুম। মাস ঘুরতে না ঘুরতেই বিমান মহড়ার জন্য দু’দফায় ছ’দিন ফের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা মৎস্য বিভাগ। কারণ ডিআরডিও-র আইটিআর (ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জ) অ্যাডিশনাল ডিরেক্টর অব ডিরেক্টর’স শ্রাবণী ঘোষ এ রাজ্যের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং প্রতিবেশী ওড়িশার কেন্দ্রপাড়া, বালেশ্বর এবং ভদ্রকের জেলাশাসককে চিঠি পাঠিয়ে ওই মহড়ার কথা জানিয়েছেন। এরপরই দক্ষিণ ২৪ পরগনার সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ ৪৮টি মৎস্যজীবী সংগঠন এবং প্রতিটি ব্লকের মৎস্য সম্প্রসারক ছাড়াও জেলাশাসক, পুলিস সুপারকে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ওই ছ’দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মহড়া চলবে। তাই ওই সময়ে কোনওভাবেই যাতে নৌকা বা ট্রলার সমুদ্রে মাছ ধরতে না যায়। মৎস্যজীবীরা বলছেন, গত এক মাসে ১০-১২ দিন খারাপ আবহাওয়ার জন্য কেউ সমুদ্রে যেতে পারেননি। এবারে আরও ছ’দিন সংযুক্ত করা হল। এর ফলে বাজারে টাটকা ইলিশের একটা সঙ্কট তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।