• দমকল কেন্দ্র ও বৈদ্যুতিক চুল্লির প্রতিশ্রুতি পূরণ করুক তৃণমূল, আবেদন বাগদাবাসীর
    বর্তমান | ১৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: বাগদা কেন্দ্রে ভোট প্রচারে এসে বার বার স্থানীয় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের উচ্চতর নেতৃত্ব। কেউ অন্যায় করলে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন তাঁরা। এমনকী দুর্নীতিগ্রস্ত স্থানীয় নেতাদের জন্য ক্ষমাও চান নেতা, মন্ত্রীরা। এর ফলস্বরূপ উপনির্বাচনে জয় হয় তৃণমূলের। ১৩ বছর পর বাগদার মাটিতে তৃণমূলের জয়। বাগদার মানুষ ক্ষমা করেছে তৃণমূল নেতাদের! বাসিন্দাদের দাবি, এবার বাগদার উন্নয়নে কাজ করুক সরকার। বাগদাবাসীর দীর্ঘদিনের দাবি, এলাকায় একটা দমকল কেন্দ্র ও বৈদ্যুতিক চুল্লি তৈরি। এবার কি আমাদের সেই আশা পূরণ হবে, প্রশ্ন তুলেছেন তাঁরা। শনিবার বাগদা উপ নির্বাচনের ফল ঘোষণা হয়। বিজেপির শক্ত ঘাঁটিতে প্রায় ৩৪ হাজার ভোটে গেরুয়া দলকে পরাজিত করে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে জয় পান তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। ভোট প্রচারে বেরিয়ে বাগদায় একটি দমকল কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতারা। বাগদাবাসীর দাবি, তৃণমূল নেতারা ভোটের আগে বলেছিলেন, আপনারা ভোট দিয়ে আমাদের জেতান। আমরা ভোটে জয়ী হয়ে এখানে একটি দমকল কেন্দ্র করব। তৃণমূল ভোটে জয়ী হয়েছে। এবার নিশ্চয় আমরা দমকল কেন্দ্র পাব। গত লোকসভা নির্বাচনের আগে এলাকায় একটি দমকল কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও। 


    দপ্তরের আধিকারিকদের নিয়ে দমকল কেন্দ্রের জমিও পরিদর্শন করেন। বাগদার হেলেঞ্চায় প্রায় দু’ বিঘা জমিতে এই দমকল কেন্দ্র হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়। জমি হস্তান্তরের পরেই দ্রুত দমকল কেন্দ্রের কাজ শুরু হবে বলে তখন জানানো হয়েছিল। এছাড়া বাগদায় নেই কোনও বৈদ্যুতিক চুল্লি। শবদাহ করতে দূরে বনগাঁ বা অন্যত্র ছুটতে হয় বাসিন্দাদের। কয়েক বছর আগে নদীয়ার হালিশহরে মৃতদেহ দাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর বাসিন্দারা দাবি তুলেছিলেন, বাগদায় একটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হোক। লোকসভা ভোটের আগে বিধায়ক তহবিলের অর্থে আষাঢ়ুতে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, সেই কাজ এবার দ্রুত সম্পন্ন হবে। শনিবার ভোটে জয়লাভ করেই তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেছিলেন, বাগদার মানুষ আমাকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। আমি তাঁদের জন্য কাজ করতে চাই। বাগদার উন্নয়নে বাগদার মানুষের দাবি মেনেই আগামীতে কাজ করব।
  • Link to this news (বর্তমান)