কেন খরচ হয়নি বরাদ্দের ৭২%, রাস্তা বের করতে আজ বৈঠক
এই সময় | ১৫ জুলাই ২০২৪
সুগত বন্দ্যোপাধ্যায়
গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে জেলাগুলির গড়িমসিতে ক্ষুব্ধ নবান্ন। এই টাকা খরচ করতে সমস্যা কোথায়, তা অনুসন্ধানে আজ, সোমবার হাওড়ার শরৎ সদনে বৈঠক ডেকেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দ্প্তর। দপ্তর সূত্রে খবর, টাকা খরচে পিছিয়ে রয়েছে রাজ্যের ১০৩টি ব্লক।এই সব ব্লকে অর্থ কমিশনের টাকা খরচই হচ্ছে না। এই সব ব্লকের পঞ্চায়েত আধিকারিকদেরই আজকের বৈঠকে ডাকা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে চলতি আর্থিক বছরে কেন্দ্র এখনও পর্যন্ত বাংলাকে বরাদ্দ করেছে ৩ হাজার ১২৩ কোটি টাকা। সরকারি রিপোর্ট বলছে, ২ জুলাই পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৮৪৮ কোটি ৯৩ লক্ষ টাকা—বরাদ্দ অর্থের মাত্র ২৭.১৮ শতাংশ।
প্রায় ২ হাজার ২৭৪ কোটি টাকা খরচ না হয়ে পড়ে রয়েছে জেলা ট্রেজ়ারিতে, যা নবান্নের মাথাব্যথার কারণ। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা, এই টাকা গ্রাম পঞ্চায়েতে দু’ভাবে খরচ হয়। ৬০ শতাংশ অর্থ খরচ হয় টায়েড ফান্ড বা শর্তাধীন তহবিলের মাধ্যমে। বাকি ৪০ শতাংশ টাকা খরচ করা হয় আনটায়েড বা নিঃশর্তাধীন তহবিলের মাধ্যমে।
নির্দিষ্ট পরিকল্পনা মেনে টায়েড ফান্ড থেকে টাকা খরচ করতে হয়। এজন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পানীয় জল, নিকাশির মতো নির্দিষ্ট প্রকল্পের অনুমোদনের জন্য দিতে হয়। চলতি আর্থিক বছরে টায়েড ফান্ড থেকে এখনও পর্যন্ত মাত্র ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে।
আনটায়েড ফান্ডের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতগুলিকে আগাম পরিকল্পনা পেশ করতে হয় না। সব টাকাটাই গ্রামীণ পরিকাঠামো বিকাশে বা গ্রামীণ এলাকার সমষ্টিগত উন্নয়নে খরচ করতে হয়। বেতন, প্রশাসনিক বা পরিবহণ সংক্রান্ত কাজে এই টাকা খরচ করা যায় না। চলতি আর্থিক বছরে পঞ্চায়েতগুলি এখনও পর্যন্ত মাত্র ৩৪৫ কোটি টাকা এই তহবিল থেকে খরচ করেছে।
নবান্ন সূত্রের খবর, সামগ্রিক ভাবে টাকা খরচের নিরিখে সবচেয়ে পিছিয়ে উত্তর ২৪ পরগনা জেলা। অর্থ কমিশনের সুপারিশ মতো ২৩৪ কোটি ৮৪ লক্ষ টাকা পেলেও সেখানে খরচ হয়েছে মাত্র ৪৭ কোটি ৯৭ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বরাদ্দ ৩৪৬ কোটি ১১ লক্ষ টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা।
খরচের নিরিখে এগিয়ে থাকা প্রথম তিনটি জেলা হলো কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার। এই তিন জেলাই বরাদ্দ অর্থের ৪৩ থেকে ৪৮ শতাংশ টাকা খরচ করে ফেলেছে। টাকা খরচ না করতে পারা প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের একাংশ লোকসভা ভোটকে দায়ী করেছেন।
দীর্ঘ সময় ধরে ভোটপ্রক্রিয়া চলায় অনেকে টায়েড ফান্ডের টাকা খরচ করতে নির্দিষ্ট সময়ে প্রকল্প তৈরি করতে পারছে না। এই খামতিগুলো খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতেই আজকের বৈঠক।