• চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল ১২ ফুটের অজগর, ফ্যাক্টারিতে বেঁধে রাখলেন শ্রমিকেরা...
    আজকাল | ১৫ জুলাই ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: চা বাগানে কাজ করছিলেন কর্মীরা। তার মাঝেই বিপত্তি। আচমকা দেখলেন, ঘুরে বেড়াচ্ছে ১২ ফুটের অজগর সাপ। তৎক্ষণাৎ তাকে ধরে ফ্যাক্টারিতে এনে বেঁধে রাখলেন শ্রমিকেরা। 

    বন্যপ্রাণীদের বাঁচাতে অনেক সময়ে সাধারণ মানুষ অজান্তে কিংবা অতিউৎসাহী হয়ে এমন কিছু কাজ করে ফেলছেন, যা বন্য জন্তুদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এদিনের ঘটনাও তারই প্রকৃষ্ট উদাহরণ। অজগর সাপ ধরার খবর পেয়ে বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সেটি সুস্থ থাকায় রবিবার বিকেলে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)