• পার্কিং সমস্যায় জেরবার এলাকাবাসী, বড় পদক্ষেপ সোনামুখী পুরসভার
    এই সময় | ১৫ জুলাই ২০২৪
  • রাজ্যের বিভিন্ন শহরেই গজিয়ে উঠেছে বেআইনি পার্কিং। বেআইনি পার্কিং বন্ধে ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিভিন্ন পুরসভা এলাকায় পার্কিংয়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে যান চলাচল। এবার সোনামুখী পুর শহরকে যানজট মুক্ত করতে নো পার্কিং জোন থেকে একাধিক সাইকেল তুলে নিল প্রশাসন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের অন্যান্য পুরসভার পাশাপাশি সোনামুখী শহরকেও যানজট মুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। সোনামুখী পুরসভার নো পার্কিং জোনে রাখা সাইকেলগুলিকে ইঞ্জিন চালিত ভ্যানে করে তুলে নিয়ে গেল প্রশাসন।

    পুরসভার তরফে ইতিমধ্যেই নো পার্কিং জোন করা হয়েছে। সেখানে সাইকেল বা মোটরসাইকেল যারা রাখছেন না যারা নো পার্কিং জোনে সাইকেল রাখছেন সেই সমস্ত সাইকেলগুলিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়। নো পার্কিং জোন নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল। অভিযোগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

    উল্লেখ্য, সোনামুখী পুরশহরে যানজট একটি নিত্য দিনের সমস্যা। এই পদক্ষেপের ফলে সোনামুখী শহর যানজট মুক্ত হবে বলেই মনে করছেন সকল সাধারণ মানুষ। জগন্নাথ দে, বাপন মণ্ডল সহ সাধারণ মানুষরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তাঁদের কথায়, ‘এর ফলে সোনামুখী পুরশহর যানজট মুক্ত হবে সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হবে না।’

    সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর যেমন প্রতিটি পুরসভাতে হচ্ছে, তেমনি আমাদের পুরসভাতেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে সোনামুখী পুরশহরকে যানজট মুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ তিনি জানান, এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। আগামী দিনেরও ধারাবাহিকভাবে এই পদক্ষেপ জারি থাকবে বলেই জানান তিনি।

    প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী স্বয়ং পার্কিং নিয়ে পুলিশ ও নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। কলকাতার পাশাপশি অন্যান্য পুরসভা এলাকাতেও যাতে পার্কিং নিয়ে সমস্যা না তৈরি হয়, সে ব্যাপারে নজরদারি চালাতে নির্দেশ দেন তিনি। সেইমতো বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভাতেও এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল।
  • Link to this news (এই সময়)