• সিভিক ভলান্টিয়ারকে খুনের চেষ্টার অভিযোগ ধৃত মহিলার আত্মহত্যার চেষ্টা
    এই সময় | ১৫ জুলাই ২০২৪
  • অন্তঃসত্ত্বা সিভিক ভলান্টিয়ারকে মারধর ও আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। সেই অভিযোগে সিভিক ভলান্টিয়ারের বৌদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকাকালীন থানার মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত ফাঁসিদেওয়া থানার ঘটনা।অন্তঃসত্ত্বা সিভিক ভলান্টিয়ারকে পুড়িয়ে মারার চেষ্টাজানা গিয়েছে চিরতা দেবনাথ নামে ওই মহিলা থানার শৌচালয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত চিকিৎসার জন্য ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ফাঁসিদেওয়ায় মাম্পি দেবনাথ মিত্র নামে এক অন্তঃসত্ত্বা সিভিক ভলান্টিয়ারকে মারধর ও আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে চিরতা দেবনাথের বিরুদ্ধে। অভিযুক্ত মহিলা সিভিক ভলান্টিয়ারের মামাতো বৌদি। বৃহস্পতিবার রাতে মাম্পির বাড়িতে গিয়ে টাকা চায় চিরতা। অভিযোগ মাম্পি টাকা অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। আর মারধরের জেরে মাম্পি অচৈতন্য হয়ে পড়লে তাঁকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

    থানার মধ্যে আত্মহত্যার চেষ্টাঘটনার পর মাম্পিকে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানার পুলিশ চিরতা দেবনাথকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রবিবার সকালে শৌচালয়ে যেতে চান মহিলা। শৌচালয় থেকে বেশকিছুক্ষণ পরও মহিলা বেরিয়ে না আসায় সন্দেহ হয় পুলিশ কর্মীদের। এরপর ডাকাডাকি শুরু হয়। সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি মহিলাকে পুলিশ ভ্যানে চাপিয়ে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ঘটনাকে কেন্দ্রে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, 'মহিলা থানার শৌচালয়ে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে। পারিবারিক কোনও সমস্যা ছিল। ঘটনার পর সঙ্গে সঙ্গে মহিলাকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।'
  • Link to this news (এই সময়)