বীরভূমে লটারিতে কোটি টাকা জয় লুচি বিক্রেতার, জানালেন ফিউচার প্ল্যানও
এই সময় | ১৫ জুলাই ২০২৪
মাত্র ২-৩ দিনের ব্যবধান, ফের বীরভূমেই লটারির টিকিট কেটে ১ কোটি টাকা জিতলেন এক ব্যবসায়ী। ফল ব্যবসায়ীর পর এবার কোটি টাকা জিতলেন এক লুচি বিক্রেতা। পুরস্কার জয়ী লুচি বিক্রেতার নাম চঞ্চল দে। ১ কোটি টাকা জয়ের পর ওই লুচি বিক্রেতার চোখেমুখে খুশির ছাপ।একইরকমভাবে খুশি লটারির টিকিট বিক্রেতাও।বীরভূমের কঙ্কালিতলা থেকে পাঁচ কিলোমিটার দূর আমডহরার বাসিন্দা চঞ্চল দে। স্ত্রী ছেলে ও মেয়ে সহ তাঁর পরিবারে রয়েছেন মোট চারজন। কঙ্কালিতলার পাশেই পূর্বপুরুষ সূত্রে পাওয়া একটি খাবারের দোকান রয়েছে চঞ্চলের। সেখানে লুচি, ঘুগনি সহ অন্যান্য তেলে ভাজা ও জিলাপির মতো খাবার বিক্রি করেই চলে তাঁর সংসার। চঞ্চলের শখ বলতে দিনের শেষে একটি বা দুটি লটারির টিকিট কাটা। আর সেই টিকিট কেটেই এবার কোটিপতি হলেন তিনি। দেড়শো টাকার লটারিতে জিতলেন এক কোটি টাকা। যদিও কোটি টাকা পেয়েও পূর্বপুরুষ সূত্রে পাওয়া ব্যবসা ছাড়তে নারাজ ওই ব্যবসায়ী।
এই বিষয় চঞ্চল দে বলেন, 'সন্তানদের ভবিষ্যত রয়েছে, তাদের কথা ভাবতে হবে। তবে এই ব্যবসাই চালিয়ে যাব। কঙ্কালিতলার আদি ব্যবসায়ী আমরা। প্রায় পঞ্চাশ পছরের ব্যবসা আমাদের।' এই বিষয়ে লটারির টিকিট বিক্রেতা মহেন্দ্র দাস বলেন, 'তিনি (চঞ্চল দে) আমার কাছে দেড়শো টাকা দিয়ে টিকিট কাটেন। সেই টিকিট থেকে এক কোটি টাকা পেয়েছেন। তিনি আমার বারো মাসের ক্রেতারা। রোজই টিকিট কাটেন। টাকাটা যাতে তিনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, সেটাই চাই। আমি খুব খুশি।'
এর আগে গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়ার বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী লটারির টিকিট কেটে ১ কোটি টাকা জেতেন। উজ্জ্বলের একটি ফলের দোকান রয়েছে। তাঁরও প্রতিদিন টিকিট কাটার অভ্যাস রয়েছে। বৃহস্পতিবার বিকেলেও লটারির টিকিট কাটেন তিনি। খেলা হয় রাত্রি ৮টা নাগাদ। এরপর রাত্রি সাড়ে আটটা নাগাদ তিনি জানতে পারেন যে ওই টিকিটে ১ কোটি টাকার পুরস্কার জিতেছেন। কোটি টাকা জয়ের বিষয়টি জানাজানি হতেই তাঁর বাড়িতে ভিড় করতে শুরু করে এলাকার মানুষজন। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে তিনি আশ্রয় নেন দুবরাজপুর থানায়। ওই ফল ব্যবসায়ী জানান পুরস্কারের টাকার কিছুটা তিনি দেবেন তাঁর দুই ভাগ্নি এবং বোনকে। পাশাপাশি নিজের ব্যবসাটাও আরও ভালো করার ইচ্ছা রয়েছে তাঁর। বাজারে কিছু ঋণ রয়েছে, সেটিও পরিশোধ করবেন লটারির টাকায়।