ভোট মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে রদবদল, ফিরলেন রাজীব কুমার
এই সময় | ১৫ জুলাই ২০২৪
ফের রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। বর্তমান ডিজি IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকলের ডিজি পদে পাঠানো হল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন।লোকসভা নির্বাচনের আগে ১৮ মার্চ রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে তিনি থাকতে পারবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে। এর মাঝে অবশ্য ছয়টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে। এরপরেই রাজ্য পুলিশে ডিজি পদে রদবদল। ডিজি পদে ফিরিয়ে আনা হল রাজীব কুমারকে।
নির্বাচনের আগে রাজীব কুমারকে সরানোর পর অস্থায়ী ভাবে ডিজি হন IPS বিবেক সহায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়োগ করে নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম পাঠানো হয়েছিল। সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করে কমিশন। সেই থেকে রাজ্য পুলিশের ডিজি পদে ছিলেন তিনি। উল্লেখ্য, মনোজ মালব্যের অবসরের পর রাজীব কুমারকে রাজ্য সরকার কার্যনির্বাহী ডিজিপি (অ্যাক্টিং) পদে নিয়োগ করেছিল।
উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার রুরকি থেকে কম্পিউটর সায়েন্সে বি-টেক। ১৯৮৯ সালের আইপিএস ব্যাচের সদস্য তিনি। কর্মজীবনে একাধিক হাইপ্রোফাইল কেস সমাধান করতে সক্ষম হয়েছেন তিনি। ২০১৬ সালে তিনি কলকাতা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পাশাপাশি, বিতর্কেও জড়াতে হয়েছে রাজীব কুমারকে। সারদা মামলা সংক্রান্ত বিষয়ে তাঁর বাসভবনে হানা দেয় সিবিআই। কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় অনশনে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ দিন ধরে তাঁর অন্তর্ধান একটা সময় রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে ওঠে।
গত ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য অবসর গ্রহণ করেন। এরপর কাকে এই পদে আনা হবে, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। শেষমেশ তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদ থেকে তুলে এনে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হয়েছিল। কলকাতা পুলিশ ছাড়াও বিধাননগর পুলিশের কমিশনার পদেও ছিলেন রাজীব কুমার।